সোনারগাঁ প্রতিনিধি : সোনারগাঁয়ের কাঁচপুর এস ইন্টারন্যাশনাল ফিলিং স্টেশন এর সামন ঘেকে ২ পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র্যাব-১১। সোমবার (৮ জুলাই) সকালে র্যাব তাদের গ্রেফতার করে। এই সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ২ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।
ধৃতরা হলো মোঃ মামুন (৩২) পিতা আঃ মান্নান ও মোঃ ইয়াসিন (৩০) পিতামৃত দাইব উদ্দিন।
র্যাবের অতিঃ পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন ধরে কাঁচপুর মোড় এলকায় রাস্তায় চলাচলরত বাস, ট্রাক, সিএনজি, অটোরিক্সা চালকদের কাছ থেকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক গাড়ী প্রতি ৫০ থেকে ৩০০ টাকা করে চাঁদা আদায় করে আসছে একচিট চক্র। কোন বাস, ট্রাক, সিএনজি ও অটোরিক্সা চালক চাঁদা দিতে অস্বীকার করলে তাদের মারধরসহ জীবন নাশের হুমকি প্রদান করে আসছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
সংবাদ শিরোনাম ::
কাঁচপুর থেকে ২ পরিবহন চাঁদাবাজ গ্রেফতার
-
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:৫৭:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০১৯
- ১৫৯ বার পড়া হয়েছে
ট্যাগস :