সোনারগাঁ প্রতিনিধি : সোনারাগাঁয়ের কাজী ফজলুল হক মহিলা ডিগ্রী কলেজের সামনের সড়ক থেকে ২ পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র্যাব-১১। শনিবার (৬ জুলাই) সন্ধায় হাতে-নাতে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ৭ হাজার ৯‘শ টাকা উদ্ধার করে র্যাব।
ধৃতরা হলো মোঃ দরপন পাটোয়ারী (৪৫), পিতা মৃত সিরাজ পাটোয়ারী ও মোঃ আফসার উদ্দীন(৩৬), পিতা মৃত হানিফ মিয়া।
র্যাব জানায়,একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে সোনারগাঁ থানার কাজী ফজলুল হক মহিলা ডিগ্রী কলেজের সামনে পাকা রাস্তায় চলাচলরত ট্রাক, সিএনজি, অটোরিক্সা ও ফুটপাতের ুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক গাড়ী প্রতি ৫০ থেকে ৩০০ টাকা করে চাঁদা আদায় করে আসছে। কোন ট্রাক, সিএনজি ও অটোরিক্সা চালক চাঁদা দিতে অস্বীকার করলে তাদের মারধরসহ জীবন নাশের হুমকি প্রদান করে চাঁদাবাজরা। এ তথ্যের ভিত্তিতেই র্যাব অভিযান চালায়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।