সোনারগাঁ প্রতিনিাধঃ সোনারগাঁওয়ের নোয়াগাঁও ইউনিয়নের পেকিরচর এলাকায় রাতে সিঁধ কেটে ঘরে ঢুকে নারীসহ একই পরিবারের তিন জনকে কুপিয়ে আহত করেছেন বলে অভিযোগ উঠেছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে দাবি পরিবারের লোকজনের।
শনিবার (২৯ জুন) সোনারগাঁও থানায় আহতের মা বাদী হয়ে থানায় অভিযোগ করেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতের বাবা বলেন, স্থানীয় রুবেলেরর সঙ্গে তার ছেলের পূর্ব শত্রুতা ছিল। এর জেরে শুক্রবার (২৮ জুন) রাতে তিন থেকে চারজন রাতের আঁধারে বসত ঘরের সিঁধ কেটে ঘরে ঢুকে ছেলেকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। তার চিৎকারে তার মা ও আমি উঠে আসলে আমাদেরও কুপিয়ে চলে যায়।
সোনারগাঁও থানার তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিন বলেন, ঘরের সিঁধ কেটে একই পরিবারের তিন জনকে কুপিয়েছে ঘটনার অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।