নারায়ণগঞ্জ ০৮:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ জুন ২০২৩, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

রূপগঞ্জে মহিলা লীগের নেত্রি ও ইউপি সদস্য কুট্টিকে কুপিয়ে হত্যা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০০:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুন ২০১৯
  • ১০২ বার পড়া হয়েছে

রূপগঞ্জ প্রতিনিধি :
রূপগঞ্জ কায়েতপাড়া ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি ও ইউপি সদস্য বিউটি আক্তার কুট্টিকে (৪০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার (২৬ জুন) সকাল ৭ টার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পশ্চিমগাঁও এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত বিউটি আক্তার কুট্টি চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকার মৃত হাসান মহুরির স্ত্রী। তিনি কায়েতপাড়া ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সদস্য ছিলেন এবং কায়েতপাড়া যুব মহিলা লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। প্রতিদিনের মতো আজও বের হয়েছিলেন। পরে সকাল ৭টার দিকে স্থানীয়রা পশ্চিমগাঁও এলাকায় তাঁর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে নিহতের পরিবার ও পুলিশকে খবর দেয়।
রূপগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মাহমুদুল হাসান হত্যাকান্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শণ করেছি । নিহতের মাথায়, ঘাড়ে এবং হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে কোনো ধারালো অস্ত্র ধারা উপর্যুপুরি আঘাত করা হয়েছে। ঘটনাস্থল থেকে ২ টি ধারালো চাপাতি উদ্ধার করা হয়েছে তবে কে বা কারা কী কারণে এ হত্যাকান্ড ঘটিয়েছে এখনও কিছু বলা যাচ্ছে না। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।পরিবারদের সাথে কথা বলে একটি হত্যা মামলা নেওয়ার প্রস্তিতি চলছে বলে জানায়।
পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা গেছে, বিউটি আক্তার কুট্টি প্রতিদিনই ভোরে চনপাড়া থেকে পশ্চিমগাঁও এলাকার দিকে হাঁটতে বের হতেন।
উল্লেখ্য, গত বছরের ২৯ অক্টোবর রাতে রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে বিউটি আক্তারের সঙ্গে বঙ্গবন্ধু যুব পরিষদের সভাপতি আনোয়ার হোসেন পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া, গুলি বিনিময় ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে বিউটির স্বামী হাসান মহুরি প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন। পরে তাঁকে রাজধানীর ধানমন্ডির জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত বছরের ৬ নভেম্বর তাঁর মৃত্যুহয়। এ ঘটনায় বিউটি আক্তার কুট্টিক বাদী হয়ে হত্যা মামলা করেছিলেন। মামলাটি বর্তমানে নারায়ণগঞ্জ আদালতে বিচারাধীন রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রূপগঞ্জে মহিলা লীগের নেত্রি ও ইউপি সদস্য কুট্টিকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ১০:০০:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুন ২০১৯

রূপগঞ্জ প্রতিনিধি :
রূপগঞ্জ কায়েতপাড়া ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি ও ইউপি সদস্য বিউটি আক্তার কুট্টিকে (৪০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার (২৬ জুন) সকাল ৭ টার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পশ্চিমগাঁও এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত বিউটি আক্তার কুট্টি চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকার মৃত হাসান মহুরির স্ত্রী। তিনি কায়েতপাড়া ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সদস্য ছিলেন এবং কায়েতপাড়া যুব মহিলা লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। প্রতিদিনের মতো আজও বের হয়েছিলেন। পরে সকাল ৭টার দিকে স্থানীয়রা পশ্চিমগাঁও এলাকায় তাঁর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে নিহতের পরিবার ও পুলিশকে খবর দেয়।
রূপগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মাহমুদুল হাসান হত্যাকান্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শণ করেছি । নিহতের মাথায়, ঘাড়ে এবং হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে কোনো ধারালো অস্ত্র ধারা উপর্যুপুরি আঘাত করা হয়েছে। ঘটনাস্থল থেকে ২ টি ধারালো চাপাতি উদ্ধার করা হয়েছে তবে কে বা কারা কী কারণে এ হত্যাকান্ড ঘটিয়েছে এখনও কিছু বলা যাচ্ছে না। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।পরিবারদের সাথে কথা বলে একটি হত্যা মামলা নেওয়ার প্রস্তিতি চলছে বলে জানায়।
পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা গেছে, বিউটি আক্তার কুট্টি প্রতিদিনই ভোরে চনপাড়া থেকে পশ্চিমগাঁও এলাকার দিকে হাঁটতে বের হতেন।
উল্লেখ্য, গত বছরের ২৯ অক্টোবর রাতে রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে বিউটি আক্তারের সঙ্গে বঙ্গবন্ধু যুব পরিষদের সভাপতি আনোয়ার হোসেন পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া, গুলি বিনিময় ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে বিউটির স্বামী হাসান মহুরি প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন। পরে তাঁকে রাজধানীর ধানমন্ডির জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত বছরের ৬ নভেম্বর তাঁর মৃত্যুহয়। এ ঘটনায় বিউটি আক্তার কুট্টিক বাদী হয়ে হত্যা মামলা করেছিলেন। মামলাটি বর্তমানে নারায়ণগঞ্জ আদালতে বিচারাধীন রয়েছে।