স্টাফ রিপোর্টার : রূপগঞ্জের চনপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি চালের আড়ৎ থেকে টিসিবি‘র নির্ধারিত ২৫৫ বস্তা চাল উদ্ধার র্যাব ১১। রোববার গভীররাতে র্যাবের বিশেষ টিম এ অভিযান চালায়। এ সময় মনির হোসেন (৩২) নামের এক চালের ডিলারকে আটক করা হয়েছে।
অভিযুক্তকে আটকের পর থেকে তাকে ছাড়িয়ে নিতে বিশেষ মহলের তদবির চলছে। তবে বিষয়টি রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলামকে জানালে একটি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযুক্তকে সাজা দেয়া হয়েছে।
সূত্র জানায়, অভিযুক্ত ডিলার মনির হোসেন তার শাশুড়ী স্থানীয় ইউপি সদস্য বিউটি আক্তার কুট্টির সহযোগীতায় টিসিবির চাল তার মালিকানাধীন গোডাউনে অবৈধভাবে মজুদ ও সংরন করে রাখে। পরে এ চাল বিভিন্ন পাইকারী হাট বাজারে বিক্রির পায়তারা করে আসছে। এমন খবর পেয়ে, র্যাব ১১ এর বিশেষ টিম অভিযান চালিয়ে ৩০ কেজি ওজনের ২৫৫ বস্তা চাল উদ্ধার করে।
র্যাব ১১ এর অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন জানান, কায়েতপাড়া ইউনিয়নের মহিলা সংরতি আসনের মেম্বার বিউটি আক্তার কুট্টির মেয়ের জামাতা সরকারী টিসিবির চালের ডিলার মনির হোসেন হতদরিদ্রদের চাল আতœসাৎ করতে ভূয়া ক্রেতার স্বারযুক্ত রশিদ দেখায়। যেখানে উদ্ধারকৃত চাল বিক্রিত দেখানো হয়েছে। কিন্তু ডিলার মনির হোসেনের গোডাউনে অভিযান চালিয়ে ওই চাল উদ্ধার করা হয়েছে। যা আ্ত্মসাত করার উদ্দেশ্যে তার গোডাউনে মজুদ রাখা হয়েছিলো ।
এ প্রসঙ্গে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বলেন, এ ধরনের ঘটনায় অভিযুক্তকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা দেয়া হয়েছে। এছাড়া এ ঘটনায় কেউ জড়িত থাকলে তাকেও আইনের আঁওতায় আনা হবে।