ফতুল্লা প্রতিনিধি : ফতুল্লায় এক সংখ্যালঘু পরিবারের উপর হামলা চালিয়ে মারধর নগদ টাকা ও স্বর্ণালংকার লটুপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কুসুম নামে একজনকে প্রধান করে থানা লিখিত অভিযোগ দায়ের করেছে নীলা রানী দাস।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, ফতুল্লা পুলিশ লাইন এলাকার নজরুল ইসলামের ছেলে কুসুম(৪১) ৪/৫ জন অজ্ঞাত লোক নিয়ে গত ২৯ এপ্রিল বেলা ১২ টায় একই থানার জামতলা ধোপাপট্টি (মনার বাড়ীর ভাড়াটিয়া) শংকররের বাসায় জোর করে প্রবেশ করে। এসময় তারা শংকরের স্ত্রী নীলা রানী দাসকে গালাগালি মারধর করে বাসা থেকে আলমারির তালা ভেঙ্গে গচ্ছিত রাখা নগদ ৫০ হাজার টাকা ও ৩ ভরি স্বর্ণালংকার (যার মূল্য ১ লাখ ৪০ হাজার টাকা) লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় হুমকি দিয়ে যায় সুযোগ পেলে শংকর ও তার স্ত্রীকে জানে মেরে ফেলবে। ঘটনাটি এলাকার মাতবরদের জানিয়েও কোন সুবিচার না পেয়ে ২ মে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নীলা রানী দাস।
জানা গেছে, কুসুম একজন মাদক সেবী ও বিক্রেতা। মাদক মামলা একাধিকবার গ্রেফতার হয়ে জেল হজত বাস করেছে। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ড করার অভিযোগ রয়েছে।
অভিযোগটি তদন্ত কর্মকর্তা নিযুক্ত কয়েছেন ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক আরিফ রহমান।
সংবাদ শিরোনাম ::
ফতুল্লায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা লুটপাট
- প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:০৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০১৯
- ২৩৬ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ