স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর বিসিক শিল্প এলাকায় অভিযান চালিয়ে বিদ্যুতের ক্যাবলস চোরাইচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১১। উদ্ধার করা হয়েছে অনুমানিক এক কোটি টাকা দামের ৭ হাজার ১৫০ কেচি বিদ্যুতের ক্যাবল। শনিবার সকাল ১১ টায় র্যাব এ অভিযান চালায়। ধৃতরা হলো রাজু আহমেদ (৪২) ও ইবনে সাইদ (২৫)। তবে পালিয়ে গেছে চোরাইচক্রের মূলহোতা ইসহাক মোল্লা।
র্যাব জানায়, দীর্ঘদিন ধরে ইসহাক মোল্লার নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র দেশের বিভিন্ন স্থান থেকে সরকারী বিদ্যুতের ক্যাবলস অবৈধ ভাবে সংগ্রহ করে কাঁচপুর বিসিক শিল্প এলাকায় গোপনে মজুদ করে আসছে। এই বিদ্যুতের ক্যাবলস গুলো মূলত সরকারী বিদ্যুত বিভাগের সম্পত্তি। নানাভাবে অবৈধ পন্থায় চোরাই চক্রের মাধ্যমে সরকারী ক্যাবলস গুলো সংগ্রহ করা হয়। এখানে বিদ্যুতের ক্যাবলস গুলো থেকে রাবারের কাভার খুলে কেটে সিলভার হিসেবে কেজি ধরে অবৈধভাবে লাভবান হওয়ার জন্য বিভিন্ন কারখানায় বিক্রি করে দেয়া হয়।