রূপগঞ্জ প্রতিনিধি : রূপগঞ্জ চনপাড়া এলাকায় দ্বিতীয় ধাপে শীতলক্ষ্যার পশ্চিম তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দর কতৃপক্ষ।
মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ১০ টায় নির্বাহি ম্যাজিস্ট্রেট দিপ্তীময়ী জামানের নেতৃত্বে উপজেলার চনপাড়া এলাকায় এ উচ্ছেদ অভিযান চালায় সংস্থাটি।
দুপুর দুইটা পর্যন্ত অভিযানে পাকা ও আধাপাকা বসতবাড়িসহ অন্তত ত্রিশটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানের সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক মো.গুলজার আলী এবং উপ-পরিচালক মো: শহিদুল্লাহ সহ অন্যান্য কর্মকর্তারা।
বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম-পরিচালক মো.গুলজার আলী জানান, উচ্চ আদালতের নির্দেশে নদী থেকে ১৫০ ফুট সীমানা পুনঃনির্ধারণ করে এর অভ্যন্তরে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। ১০ দিনের উচ্ছেদ অভিযান কর্মসূীচর প্রথম ধাপে তিন দিনের অভিযানে সুলতানা কামাল সেতুর পুর্বপাড় থেকে পশ্চিমপাড়ে চনপাড়া এলাকা পর্যন্ত দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল। দ্বিতীয় ধাপে আজ পুনরায় চনপাড়া থেকে অভিযান শুরু হয়েছে। আজ বিকেল পাঁচটা পর্যন্ত এ অভিযান চলবে বলেজানান তিনি।