রূপগঞ্জ প্রতিনিধি ঃরূপগঞ্জে সাবেক মেয়র মাহাবুবুর রহমান খাঁনের নেতৃত্বে তার লোকজন স্থানীয় যুবমহিলালীগ কর্মীদের উপর হামলার ঘটনায় হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসুচী পালন করেছেন উপজেলা যুব মহিলা লীগ ও এলাকাবাসী।
সোমবার (১৮ মার্চ) দুপুরে এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের উপজেলার কাঞ্চন পৌরসভার মায়ারবাড়ী এলাকায় এ মানববন্ধন কর্মসুচী পালন করা হয়।
মানববন্ধন পূর্বক আলোচনা সভায় করেন, উপজেলা যুব মহিলালীগ সভাপতি ফেরদৌসি আক্তার রিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, যুব মহিলালীগ কর্মী শিল্পী আক্তার, কোহিনুর আক্তার, সুলতানা, সালমা, জেসমিন, ফারজানা, আন্নি, ফাতেমা, শিউলি, রওশনআরা, হাসিদা প্রমুখ।
এ ঘটনায় আহত যুব মহিলা লীগ কর্মী কোহিনুর আক্তার বাদী হয়ে মাহাবুবুর রহমান খাঁন ৭ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। আর মামলার আসামীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান তারা।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, মামলার আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।