স্টাফ রিপোর্টার : সোনারগাঁয়ে স্কুল ছাত্রীদের ইভটিজিং করার অপরাধে ৩ বখাটে যুকব গ্রেফতার। ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড । সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকারের আদালত ধৃতদের কারাদন্ড প্রদান করেন। ধৃত মো: শাহীনকে(২০) তিন মাস, শিমুলকে (২১) চার মাস ও মো: আব্দুল্লাহকে (২০) তিন মাসের সাজা প্রদান করা হয়।
সোনারগাঁ থানার এসআই আবুল কালাম আজাদ জানান, সোনারগাঁ পানাম এলাকায় দায়িত্ব পালন করার সময় জিআর ইনিস্টিটিউশন স্কুল এন্ড কলেজের সামনে শিার্থীদের উত্ত্যক্ত করার সময় ওই ৩ যুবককে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে ঘটনাস্থলেই ইউএনও অঞ্জন কুমার সরকার ভ্রামম্যাণ আদালত বসিয়ে তাদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেন।