সোনারগ্াঁও প্রতিনিধি ঃ সোনারগাঁয়ের ভুয়া মুক্তিযোদ্ধাদের বাতিল করে তাদের ভাতা বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধারা। সোমবার সোনারগাঁ প্রেস ক্লাবের সভাকক্ষে এ সম্মেলন করেন।
সাংবাদিক সম্মেলনে সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রথম কমান্ডার ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুলতান আহম্মেদ মোল্লা বাদশা, মুক্তিযোদ্ধা শাহ আলম, আলতাফ হোসেন, শফিকুর রহমান, সৈয়দ হোসেন, মফিজ মিয়াসহ উপজেলার বিভিন্ন মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনির।
লিখিত বক্তব্যে মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনির বলেন, দেশ স্বাধীনের পর সোনারগাঁয়ে ২৯৩ জন মুক্তিযোদ্ধা সরকারি গেজেটভুক্ত করা হয়। কিন্তু পরবর্তী সময় যারা সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃত্ব দিয়েছেন পর্যায়ক্রমে তারা অর্থের বিনিময়ে অ-মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।বর্তমানে সোনারগাঁয়ে সরকারি ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা ৫১৯। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার ওসমান গণি বলেন, আমার বিরুদ্ধে আনীত সব অভিযোগ মিথ্যা।