ফতুল্লা প্রতিনিধি : ফতুল্লার ভ‚ইগড় এলাকার নুর মোহাম্মদ এর স্কুল পড়–য়া মেয়ে সুমাইয়া আক্তার কে অপহরন করেছে তারই ট্রাকের চালক আক্তর হোসেন (৩০)। এ ঘটনায় নুর মোহাম্মদের স্ত্রী রেশমা বেগম (৩৩) বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
এ অভিযোগ সূত্রে জানা যায়, ফতুল্লা থানাধীন ভূইগড় এলাকার মো. নুর মোহাম্মদ । তার মালিকানাধীন একটি ট্রাক চালায় মো. আক্তার হোসেন । সে মুন্সীগঞ্জ জেলা ও সদর থানাধীন এলাকার মাকহাটী গ্রামের মো. ইদ্রীস মিয়ার ছেলে। ট্রাকের মালিকের বাসায় বিভিন্ন সময় আসা যাওয়া করে। ফলে নুর মোহাম্মদের মেয়ে সুমাইয়া আক্তার মীম এর সাথে পরিচয় হয়। সুমাইয়া আক্তার মীম (১৪) পাগলা দেলপাড়া হাই স্কুলে ৯ম শ্রেনিতে পড়ালেখা করে আসছে। আসা যাওয়ার মাঝে মীম কে আক্তার বিভিন্ন সময় প্রেম প্রস্তাব দেয়। তার প্রস্তাবে রাজি না হওয়ায় সে গত ২৩ জানুয়ারী মীম কে অপহরন করে নেয়। মীম ঐ দিন বিকেলে প্রাইভেট পড়তে গেলে তাকে ফুসলিয়ে নিয়ে যায়।
এ দিকে, এলাকাবাসী জানান, অপহরন নয় ভালবাসা টানে আক্তারের সাথে তার মালিকের মেয়ে মীম ঘর গড়ার স্বপ্নে চম্পট মেরেছে।
সংবাদ শিরোনাম ::
ফতুল্লায় মালিকের মেয়ে চালকের সাথে চম্পট !
- প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:৪৯:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১ ফেব্রুয়ারী ২০১৯
- ১২৭ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ