সোনারগাঁ প্রতিনিধি ঃ সোনারগাঁ উপজেলায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ। গতকাল শনিবার রাতে তাদের সাদিপুর ও মোগরাপাড়া থেকে আটক করা হয়েছে।
সোনারগাঁ থানার ওসি মোরশেদ আলম পিপিএম জানান, উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে সাদিপুর ইউনিয়নের গজারিয়াপাড়া গ্রামের শামসুল হকের ছেলে মোঃ আল-আমিন ও একই এলাকার শ্রী রঞ্জিত চন্দ্র বর্মনের ছেলে শ্রী প্রকাশ চন্দ্র বর্মনকে তালতলা থেকে ৫২পিছ ইয়াবাসহ আটক করা হয়েছে।
অপরদিকে, মোগরাপাড়া চৌরাস্তা এলাকার রত্মদ্ধীপ বিউটি পার্লালের সামনে থেকে মৃত আফসার উদ্দিন মিয়ার ছেলে উজ্জলকে ৩০পিছ ইয়াবাসহ আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে রবিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।