নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা দ্বিতীয় বারের মতো নির্বাচিত হওয়ায় গণসংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (২৬ জানুয়ারি) পিরোজপুর ইউনিয়ন ও ঐক্য ফোরামের উদ্যোগে মেঘনা শিল্পনগরী স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
সাংসদ লিয়াকত হোসেন খোকা বলেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ সোনারগাঁয়ের মানুষ এমপি নির্বাচনে তাদের সিদ্ধান্ত নিতে ভুল করেননি। আজকের এই জয় আমার নয় সোনারগাঁয়ের প্রত্যেকটি পেশাজীবি মানুষের।
তিনি আরো বলেন, আগামী ২৮ ফেব্রুয়ারি ৫ বছরের উন্নয়নের ইসতেহার ঘোষনা করা হবে। তাই সকল চেয়ারম্যানকে এলাকার উন্নয়নের বিবরন দেওয়ার আহবান জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, সাংসদ লিয়াকত হোসেন খোকা এর সহধর্মিনী ও জাতীয় মহিলা সংস্থা সোনারগাঁ শাখার চেয়ারম্যান ডালিয়া লিয়াকত, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল ইসলাম ভুইয়া, বারদী ইউপির চেয়ারম্যান জহিরুল হক, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা: আব্দুল রউফ, সনমান্দী ইউপির চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন শাবু, জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সোহেল রানা, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ, সাধারন সম্পাদক রাসেল মাহামুদ, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান বাবু, পিরোজপুর ইউপি সদস্য নুরুজ্জামান নুরু, কবির হোসেন, আওয়ামীলীগ নেতা শামসুজ্জামান শামসু, শাহাবুদ্দিন, আজিজুল ইসলাম, তাজুল ইসলাম, মিন্টু, শামীম প্রমূখ।
অনুষ্ঠানের পরে দেশ বরেন্য শিল্পীদের মাতানো সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করেন অতিথিরা।