রূপগঞ্জ প্রতিনিধি ঃ আজ দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের দীঘিবরাবো এলাকায় হাজী মোঃ এখলাছউদ্দিন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে নতুন বছরের শিক্ষার্থীদের বরণ করে নিতে জমকালো নবীন বরণ অনুষ্ঠান পালন করা হয়েছে। পাশাপাশি চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের ব্যতিক্রম বিদায়ী অনুষ্ঠান হয়েছে।
গেজেটভুক্ত সমাজসেবক, শিল্পপতি আলহাজ¦ লায়ন মোজাম্মেল হক ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাট ও বস্ত্র মন্ত্রীর সহধর্মীনি ও তারাব পৌরসভার মেয়র মিসেস হাছিনা গাজী। এসময় আরো উপস্থিত ছিলেন মারুফ শারমীন স্মৃতি সংস্থার সহ-সভাপতি হাবিবুর রহমান, বিশিষ্ট কলামিষ্ট, লেখক, গবেষক ও রূপগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মীর আব্দুল আলীম, মারুফ শারমীন মেমোরিয়াল কিন্ডারগার্টেনের পরিচালক ফারহানা আফরোজ, এখলাসউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শহীদুল হক প্রমুখ। অনুষ্ঠান শেষে নবীন ও বিদায়ীদের হাতে শিক্ষামূলক বই তুলে দেওয়া হয়।