স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার খাদে পড়ে ৪ জন যুবলীগকর্মী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরো ১ জন। রোববার ভোরে উপজেলার জামপুর ইউনিয়নের তালতলা এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহতরা হলো,আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দি ইউনিয়নের মৃত কাজেম আলী মোস্তাকের ছেলে যুবলীগের সাধারণ সম্পাদক শহীদউল্লাহ, একই এলাকার জোহর আলীর ছেলে রাজু আহম্মেদ, বড়ফাউসা এলাকার ইমু বাবুর্চির ছেলে রিপন ও আড়াইহাজার পৌরসভার বাঘানগর এলাকার মিজানুর রহমানের ছেলে মোমেন। নিহতরা সকলেই স্থানীয় যুবলীগ কর্মী। গুরুতর আহত হয়েছে স্থানীয় ফাউসা এলাকার আতাউর রহমানের ছেলে ও এমপি নজরুল ইসলাম বাবুর ভাগিনী জামাই আরিফুর রহমান রবিন। তাকে আশঙ্কা জনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, নিহতরা শনিবার ঢাকায় অনুষ্ঠিত আওয়ামী লীগের বিজয় সমাবেশে যোগ দিয়েছিলো। পরে তারা রাতের যেকোন সময় ফেরার পথে সোনারগাঁওয়ের তালতলা এলাকায় তাদের বহনকৃত প্রাইভেটকার (ঢাকা মেট্রা-ঘ-১৫-৫৪৮৩) নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়। খবর পেয়ে রোববার সকাল ৯ টায় আড়াইহাজার ফায়ার সার্ভিসের ডুবুরি দল চারজনের মরদেহ উদ্ধার করেন। আড়াইহাজার ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্স’র ইন্সপেক্টর সেলিম রেজা লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
সোনারগাঁ থানার ওসি (তদন্ত) সেলিম মিয়া জানান, রোবরাব ভোরে রাতের কোন এক সময় ঢাকা থেকে আড়াইহাজারগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে এশিয়ান হাইওয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়। খবর পেয়ে নিহতের স্বজনরা এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ে প্রাইভেটকার খাদে পড়ে ৪ যুবলীগকর্মী নিহত
- প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:১৬:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ জানুয়ারী ২০১৯
- ১৫৩ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ