রূপগঞ্জ প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক স্থানে অভিযান চালিয়ে নারীসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার কামসাইর, মৈকুলী, মধুখালী ও বরাবো এলাকায় থেকে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার কামসাইর এলাকার জব্বার আলীর স্ত্রী আম্বিয়া বেগম, মৈকুলী এলাকার আতশ আলীর ছেলে রফিকুল ইসলাম, মধুখালী এলাকায় মৃত মজিবুর রহমানের স্ত্রী বেলায়েত, বরাবো এলাকার ইদ্রিস আলী ছেলে আলাউদ্দিন ও একই এলাকার মফিজ উদ্দিনের ছেলে বাবু।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হক জানান, গ্রেফতারকৃতরা উপজেলা বিভিন্ন স্থানে মাদক বিক্রি করে আসছিল বলে পুলিশের কাছে খবর ছিল। বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক স্থানে অভিযান চালিয়ে আম্বিয়া বেগমকে ১২ পিছ, রফিকুল ইসলামকে ৫০ পিছ, বেলায়েতকে ৩৫ পিছ, আলাউদ্দিন ও বাবুকে ১৯ পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।