রূপগঞ্জ প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে রিক্সা চালককে ছুরিকাঘাত করে ভুড়ি বের করে দেওয়ায় ঘটনায় রায়হান (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের মুইরাবো এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রায়হান উপজেলা ভুলতা ইউনিয়নের মুইরাবো এলাকার মোহাম্মদ আলী ছেলে।
রিক্সা চালক রনি জানান, তিনি দীর্ঘ দিন ধরে ভুলতা এলাকায় বসবাস করে আসছেন। গত ১৬ ডিসেম্বর রনি ভুলতা এলাকা থেকে মুড়াপাড়া যাওয়ার পথে বটতলা এলাকায় পৌছালে পূর্ব শত্রæতার জের ধরে প্রতিপক্ষ রায়হান, মোহাম্মদ আলী, রাজীবসহ অজ্ঞাত ৪/৫ জন দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে তার গতিরোধ করে তাকে এলোপাথারিভাবে পেটাতে থাকে। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন রনির পেটে ছুরিকাঘাত করে ভুড়ি করে ফেলে। পরে রনির ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। পরে রনি বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল হক বলেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে আর বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।