ফতুল্লা প্রতিনিধি : ফতুল্লার পাগলা এলাকায় দিন মজুর টিটু (২৫ কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাতনামা দূর্বৃত্তরা। এ ঘটনা ঘটেছে গত শনিবার রাত ১১টা থেকে রোববার সকাল ৭টার মধ্যে যেকোন সময়। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় নিহতের বাবা মোখলেস (৬৫) বাদী হয়ে মামলা দায়ে করেছে।
এ মামলার অভিযোগে জানা যায়, চাঁদপুর জেলার কামালদি ভাংগা এলাকার মো. মোখলেস। তার ছোট ছেলে টিটু মিয়া। ফতুল্লা থানাধীন পাগলা রেলষ্টেশন এলাকায় দিন মজুর হিসেবে কাজ করে আসছে। গত শনিবার রাত ১১টায় বাসায় আসার উদ্দেশ্যে রওয়ানা হলে অজ্ঞাতনামা ছিনতাইকারী দূর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে লাশ ফেলে চলে যায়।
পরের দিন সকালে পথচারী তার লাশ দেখে আশেপাশের লোকজন ডাক দিলে ঘটনা স্থলে পুলিশ যায়। এরপর আশেপাশের লোকজন লাশটি চিনতে পেরে পরিবার কে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে এই মামলায় অভিযোগের তীর নিহত টিটুর বন্ধু সজীব এবং লিটনের দিকে।