সোনারগাঁও প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জ ৩আসন্রে(সোনারগাঁও) সাংসদ লিয়াকত হোসেন খোকা বলেছেন, আমি আল্লাহ হুকুমে সোনারগায়ের মানুষের সেবা করার জন্য এমপি হয়েছি, আল্লাহ যদি আবার ইচ্ছা করেন তাহলে আগামীতেও এমপি হবো। আর আপনাদের দোয়ায় এমপি হলে সোনারগাঁয়ে শতভাগ বিদ্যুৎ ও সেতুর কাজগুলো শেষ করবো।
শনিবার দুপুরে জাতীয় উণœয়ন মেলা সমাপ্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, আমি এমপি হবার পর সোনারগাঁয়ে প্রয়োজনের তুলনায় ৮০ ভাগ কাজ শেষ করেছি। আবার এমপি হলে বাকি ২০ ভাগ কাজগুলোও আপনাদের নিয়ে শেষ করবো। আমি এমপি থাকাকালীন সোনারগাঁয়ের মানুষের অনেক ভালবাসা পেয়েছি আর আপনাদের ভালবাসাই আমাকে কাজ করার সাহস জুগিয়েছে। আশা করি আল্লাহ আমার সেই কাজের পুরস্কার দেবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীনুর ইসলাম সভাপতিত্বে জাতীয় উন্নয়ন মেলায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বিএম রুহুল আমিন, কৃৃৃষি কর্মকর্তা আশেক পারভেজ, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানবির আহম্মেদ চৌধূরী, উপজেলা প্রকৌশলী হায়দার আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম. এাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল প্রধান, সমাজ সেবা কর্মকর্তা জাহাঙ্গীর নঈম, মহিলা