ফতুল্লা প্রতিনিধি : ফতুল্লা মডেল থানা পুলিশ গত বৃহস্পতিবার রাতে ২শ পিস ইয়াবা ট্যাবলেটসহ বৃদ্ধ আলাউদ্দিন কে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ফতুল্লা মডেল থানার এ.এসআই মো. আলমগীর হোসেন গত ৪অক্টোবর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম তল্লা এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। এ অভিযান চালিয়ে ২শ পিস ইয়াবা ট্যাবলেটসহ আলাউদ্দিন (৬০) কে গ্রেপ্তার করেছে। সে পটুয়াখালী জেলা গলাচিপা থানাধীন গোয়া বাড়িয়া গ্রামের মৃত আলী আকবরের ছেলে। সে ফতুল্লার তল্লা এলাকায় মৃত জহুর উদ্দিনের বাড়িতে ভাড়া থাকে।
এব্যাপারে পুলিশ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।