ফতুল্লা প্রতিনিধি : ফতুল্লা তল্লা এলাকায় নারায়নগঞ্জ জেলা ডিবি পুলিশের অভিযানে গত ৩ অক্টোবর রাতে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।
এব্যাপারে জেলা ডিবি পুলিশ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় গ্রেপ্তার কৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। মামলা নং-৭(১০)১৮।
পুলিশ সূত্রে জানা যায়, ফতুল্লার পশ্চিম তল্লা এলাকায় গত বুধবার রাতে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালায়। এ অভিযান চালিয়ে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ঐ এলাকার মনির হোসেনের ছেলে শ্যামল (৩৮), গোলাম মোস্তফার ছেলে প্রান্ত (১৯) এবং হরমুজ মিয়ার ছেলে সুজন (২৮) কে গ্রেপ্তার করেছে।