ফতুল্লা প্রতিনিধি : ফতুল্লার পাগলা রসুলপুর এলাকায় দেনাদার আলতাফ হোসেন কে বাসায় না পেয়ে তার স্ত্রী তাসলিমা বেগম (৪০) কে পাওনাদার হেলাল (৫০) ও পিজুষ বাবু (৬০)বিরুদ্ধে মারধর ও শ্লীলতাহানী করার অভিযোগ । এ ঘটনা ঘটেছে গত সোমবার ২ অক্টোবর দুপুরে।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানায় আলতাফ হোসেনের স্ত্রী তাসলিমা বেগম বাদী হয়ে হেলাল ও পিজুষ বাবুর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে।
তাসলিমা বেগম জানায়, ফতুল্লার পাগলার ম্ন্সুীখোলা এলাকার মদিনা গ্রæপ অব ইন্ড্রাষ্ট্রিজ লিমিটেডে দীর্ঘ দিন যাবৎ চাকুরী করে আসছে মো.আলতাফ হোসেন (৪৫)। গত ১৮আগষ্ট সকাল ৯টায় মদিনা গ্রæপ অব ইন্ড্রাষ্ট্রিজ লিমিটেডে ডিউটিতে যায়। এরপর সে আর বাসায় ফিরে আসেনি। তাকে বিভিন্ন জাযগায় খোজাখুজি করে না পেয়ে ফতুল্লা মডেল থানায় একটি নিখোজ জিডি দায়ের করে স্ত্রী তাসলিমা বেগম। তারিখ ২৮/০৮/১৮ইং। জিডি নং -১৩১৫ ।
এদিকে গত ২ অক্টোবর দুপুরে হেলাল ও পিজুষ সহ অজ্ঞাতনামা ৩/৪জন মিলে পাগলা মধ্য রসুলপুর আলতাফের বাসায় গিয়ে আলতাফকে না পেয়ে তার স্ত্রী তাসলিমাকে মারধর ও ঘরের আসবাবপত্র ভাংচুর করেছে। হেলাল ও পিজুষের দাবী তাদের প্রতিষ্ঠানের ৫০ হাজার টাকা নিয়ে আলতাফ পালিয়েছে।