স্টাফ রিপোর্টার : জাল দলিল সৃজন করে জমির মালিক দাবিকারী ফতুল্লার প্রতারক নজরুল ইসলামকে(৪৮) গ্রেফতার করেছে পুলিশ। মোঃ ইকবাল হোসেন গাজীর দায়ের করা মামলায় আদালত গ্রেফতারী পরোয়ানা জারি করলে সোমবার রাতে পুলিশ প্রতারক নজরুল ইসলামকে গ্রেফতার করে। ধৃত নজরুল ইসলাম পূর্ব শিয়ারচর এলাকার মৃত নূর মোহাম্মদ এর ছেলে।
জানা গেছে, ফতুল্লার পূর্ব শিয়ারচর এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে নজরুল ইসলাম একই এলাকার আবদুল মান্নাফ গাজীর স্বাক্ষর জাল করে একটি চুক্তিনামা দলিল সৃজন করে। পরে ওই দলিলকে সাব কাবালা দলিলে রূপান্তরিত করে নজরুল একটি সঙ্গবদ্ধ চক্রের মাধ্যমে মান্নাফ গাজীর জমির মালিকানা দাবি করে। এনিয়ে থানা পুলিশের উপস্থিতে একাধিক বিচার সালিশী বৈঠক হলেও প্রতারক চক্র মান্নাফ গাজীর জমি দখল করার ফন্দি শুরু করে। এ অবস্থায় নিজের জমি রক্ষার্থে মান্নাফ গাজীর ছেলে মো: ইকবাল হোসেন গাজী বাদী হয়ে গত ২১ সেপ্টেম্বর বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নারায়ণগঞ্জ একটি মামলা দায়ের করে। যার নং ৮৯৮/২০১৮ ইং। ওই মামলায় নজরুল ইসলামকে প্রধান করে ৬ জনকে আসামী করা হয়। অন্য আসামিরা হলো, মৃত আবদুল ওদুদ এর ছেলে আমির হোসেন, মৃত জব্বার মিয়ার ছেলে মো: এমদাদ হোসেন ও তাদের সহযোগী মোঃ সিরাজ, আলমগীর এবং স্বপন মিয়া। আদালত মামলাটি আমলে নিয়ে প্রধান আসামি প্রতারক নজরুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। আদালতের পরোয়ানা বলে ফতুল্লা মডেল থানা পুলিশ প্রতারক নজরুল ইসলামকে গ্রেফতার করে। পরে মঙ্গলবার পুলিশ ধৃত নজরুল ইসলামকে আদালতে প্রেরণ করেছে।
সংবাদ শিরোনাম ::
ফতুল্লায় স্বাক্ষর জালকারী প্রতারক নজরুল গ্রেপ্তার
- প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:২০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অক্টোবর ২০১৮
- ২১২ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ