রূপগঞ্জ প্রতিনিধি : রূপগঞ্জে যুবলীগ নেতা মনির হোসেন হত্যা মামলার পলাতক আসামি বাদল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলাবার (১০ জুলাই) রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার তারাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ সেলিম মিয়া নিশ্চিত করেছেন
তিনি জানান, গত বছরের ৯ আগষ্ট কাঞ্চন পৌরসভার ২নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনির হোসেনকে নিজ বাড়ি থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। পরে নিখোঁজের ২ মাস পর গত ৮ অক্টোবর বিরাব খালপাড় এলাকার একটি পুকুরের পাড়ে মাটি খুড়ে বস্তাভর্তি অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রূপগঞ্জ থানায় নিহতের স্ত্রী নাছিমা বেগম বাদী হয়ে বাদল মিয়া, আজিুলল, জসীম ও সিয়ামসহ কয়েকজন নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকে বাদল মিয়া পলাতক ছিল। পরে মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামি বাদল মিয়াকে গ্রেফতার করেন। তিনি আরও জানান, তাকে হত্যাকাণ্ডের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে।