নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুইপৌরসভা নির্বাচনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার প্রার্থীদের মাঝে বুধবার (০৪ জুলাই) প্রতীক বরাদ্দ দেন।
দুই পৌরসভায় আওয়ামী লীগ ও বিএনপির ৪জন মেয়র প্রার্থীসহ প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯২জন। এর মধ্যে আড়াইহাজার পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী সুন্দর আলী ও বিএনপির প্রার্থী পারভীন আক্তার। এখানে কাউন্সিলর পদে ৩৫জন এবং সংরক্ষিত নারী আসনে ১১ জন।
গোপালদীতে বিএনপির মেয়র প্রার্থী মুসফিকুর রহমান মিলন ও আওয়ামী লীগের প্রার্থী আব্দুল হালিম সিকদার। এখানে কাউন্সিলর পদে ৩০জন ও নারী আসনে ১২জন।
আড়াইহাজার পৌরসভার ১নং ওয়ার্ডে- কাউন্সিলর পদে হাই মোল্লা, মমিনুল ইসলাম ও মনির হোসেন । সংরক্ষিত নারী আসনে রাশিদা, রোকেয়া ও মাসুমা । ২নং ওয়ার্ডে- কাউন্সিলর পদে জুলহাস মিয়া, অহিজউদ্দিন ভূঁয়া, লিটন সাহা গুরুদাস ও সুবোধ চন্দ্র দাস। ২নং সংরক্ষিত আসনে রীনা, মনোয়ারা ও রাশিদা। ৩নং ওয়ার্ডে- কাউন্সিলর পদে নজরুল ইসলাম, রাশেদুল জামান। ৩ নং সংরক্ষিত আসনে পারভীন, মাজেদা, শামসুন নাহার, মাসুদা ও ইয়াছমিন।
৪নং ওয়ার্ডে- কোন প্রার্থী না থাকায় কাউন্সিলর পদে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হতে যাচ্ছেন শ্রী উদয়ন চন্দ্র বিশ্বাস। ৫ নং ওয়ার্ডে – কাউন্সিলর পদে শফিকুল ইসলাম, ছোয়াদ আলী, মারুফ হোসেন মিলন, জাহাঙ্গীর আলম, সদর আলী ভূঁইয়া ও শামীম কুদ্দুছ। ৬ নং ওয়ার্ডে -কাউন্সিলর পদে বশীর উল্যাহ ও মুক্তিযোদ্ধা লাল মিয়া। ৭নং ওয়ার্ডে আসান উল্যাহ, হাতেম আলী, হাবিবুল্যাহ, মনির হোসেন ও আলমগীর হোসেন।
৮নং ওয়ার্ডে -কাউন্সিলর পদে ফারুক,আসাদ, শ্রী সুবল চন্দ্র দাস, কামরুল ইসলাম, ইসলাম মোল্লা, জাকির হোসেন ও জহিরুল হক মোল্লা। ৯নং ওয়ার্ডে – কাউন্সিলর পদে মঞ্জুর হোসেন, হারুন অর রশীদ ও সাদেকুর রহমান ।
গোপালদী পৌরসভার ১ নং ওয়ার্ডে – কাউন্সিলর পদে ছালাম আজাদ রুপচাঁন মিয়া ও শাহজাহান । ১নং ওয়ার্ডে- সংরক্ষিত নারী আসনে আছমা, আয়েশা, তাসলিমা ও সাহিদা । ২নং ওয়ার্ডে- কাউন্সিলর পদে আতাউর, আসামুজ্জামান ভূঁইয়া, আলী হোসেন ও শহিদুল ইসলাম। ২নং ওয়ার্ডে- সংরক্ষিত আসনে আয়মুন, বকুল, নাসিমা, সুফিয়া ও রেশমা।
৩নং ওয়ার্ডে- কাউন্সিলর পদে গোলজার, ছায়েদুল ইসলাম। ৩ নং ওয়ার্ডে- সংরক্ষিত নারী আসনে-আকলিমা, লিপি ও শাহীদা। ৪ নং ওয়ার্ডে- কাউন্সিলর পদে ফজলুল হক, মনিরুল ইসলাম ও হারিদুল হক। ৫নং ওয়ার্ডে- কাউন্সিলর পদে মিনজহাজুর রহমান ও মোছলেহউদ্দিন।
৬ নং ওয়ার্ডে-কাউন্সিলর পদে আলমগীর, শাহওেয়াজ মোল্লা ও আব্দুল মান্নান। ৭ নং ওয়ার্ডে- কাউন্সিলর পদে আলমগীর, চাঁন মিয়া ও জয়নাল আবেদীন। ৮ নং ওয়ার্ডে- ইমান আলী, আনোয়ার, সফিকুল এবং ৯ নং ওয়ার্ডে- কাউন্সিলর পদে ওহাব, আবুল হোসেন ভূঁইয়া,আলী আকবর ও ছাদেকুল রহমান।
আড়াইহাজার পৌরসভা রিটার্নিং অফিসার ফয়সাল কাদের প্রার্থীদেরকে নির্বাচনি আচরণ বিধি মেনে চলতে কঠোর নির্দেশনা দিয়ে বলেন, নির্বাচনে কোন প্রকার শৈথিলতা দেখানো হবে না। যিনি আচরণ বিধি লঙ্ঘন করবেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।