সোনারগাঁ প্রতিনিধি : সোনারগাঁয়ের শম্ভুপুরা ইউনিয়নের চৌধুরীগাঁও এলাকায় এমতাজ হোসেন নামে এক নৈশ প্রহরীকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাতের যে কোন সময় এ ঘটনা ঘটে। শনিবার দুপুরে এলাকাবাসী মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
নিহত এমতাজ নীলফামারী জেলার মুন্সিপাড়া এলাকার মৃত আজিম উদ্দিনের ছেলে। তিনি ওই এলাকায় আক্তার ও মোক্তারের বাড়ির নৈশপ্রহরী হিসেবে কাজ করতেন।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদ আলম (পিপিএম) ঘটনার সত্যতা সবীকার করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।