গনতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে সোনারগাঁয়ে যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ জানুয়ারী) বিকালে সোনারগাঁয়ের কাঁচপুর এলাকাস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাঁচপুর ইউনিয়ন যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে এ আনন্দ মিছিলটি অনুষ্ঠিত হয়।
কাঁচপুর শিল্পাঞ্চল শ্রমিকলীগের সভাপতি আব্দুল মান্নান মেম্বারের সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহবুব পারভেজ ও স্বেচ্ছাসেবকলীগ নেতা বাবুল হোসেনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত উক্ত আনন্দ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু হাসনাত শহিদ মো: বাদল (ভিপি বাদল), নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার, সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারন সম্পাদক আলী হায়দার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো: মানিক, সাধারন সম্পাদক রবিন ও মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আরিফ মাসুদ বাবু প্রমূখ।
এসময় নেতাকর্মীরা বক্তব্যে বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রায় দেশ আজ এগিয়ে চলেছে। এ অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে স্বানীনতার চেতানায় বিরোধী বিএনপি ও জামায়ত জোটের জালাও পোড়াও সহ সকল ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থেকে প্রতিহত করতে হবে। এদেশের মাঠিতে পাকিস্তানীদের দোসরদের ক্ষমতায় আসতে দেয়া যাবে না।