বন্দরে শুক্রবার বিকেল ৩টায় ৫ জানুয়ারী গণতন্ত্র রক্ষা দিবসে যুবকদের উদ্যোগে বর্ণাঢ্য সাইকেল র্যালি বের হয়। ব্যাতিক্রমধর্মী এ আয়োজনের(র্যালির) নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব একেএম আবু সুফিয়ান।
র্যালিটি ২৪নং ওয়ার্ডের নবীগঞ্জ টি হোসেন রোডের কামালউদ্দিনের মোড় হতে শুরু হয়ে ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জ এম এন ঘোষাল রোডে গিয়ে শেষ হয়। প্রায় শতাধিক সাইকেল সমেত র্যালিটি চমকপ্রদ পরিবেশের সৃষ্টি করে। আবু সুফিয়ানের ব্যাতিক্রমধর্মী এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে সর্বস্তরের জনতা।
জেলা আওয়ামীলীগ নেতা আবু সুফিয়ান ছাড়াও র্যালিতে অন্যান্যের মধ্যে অংশ নেন ২৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আশিক আহমেদ,বন্দর থানা ছাত্রলীগের উর্দ্ধতন সহ-সভাপতি শফিউল্লাহ মিয়া বাবু,২২নং ওয়ার্ড যুবলীগ নেতা হিমেল খান হিমু,আওয়ামীলীগ নেতা মোঃ হাকিম, মোঃ সাইদ, হাবিবুর রহমান, জুলহাস মিয়া, মোঃ স্বপন,সাখাওয়াত হোসেন,মোঃ শুক্কুর আলী,খোকন মিয়া মোঃ জামান,মোঃ সেলিম,মামুন হোসেন,মোঃ মোতালেব হোসেন,মিয়া নয়ন, রাব্বী হোসেন, মোঃ মামুন, উত্তম দাস, সাইফুল ইসলাম মোঃ জিলানী, মোঃ মাসুদসহ অন্যান্য ব্যাক্তিবর্গ।