আলীগঞ্জে এলজিএসপির অর্থায়নে সড়ক সংস্কার কাজের সড়ক উদ্বোধন করেছেন জাতীয় শ্রমিক লীগের শ্রমিক কল্যান ও শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব কাওসার আহম্মেদ পলাশ। শনিবার সকালে তিনি ওই সংস্কার কাজের উদ্বোধন করেন।
আলীগঞ্জ রেল লাইন ও আশপাশের এলাকায় সড়কের বেহাল দশায় জনগনের ভোগান্তির অন্ত ছিলনা। শনিবার সকালে এলজিএসপি-৩ এর অর্থায়নে পূর্ব আলীগঞ্জ রেল লাইন এলাকার মজিদ মিয়ার বাড়ি থেকে রহিম মিয়ার দোকান পর্যন্ত ৪৫০ ফুট সড়কে সিসি ঢালাই কাজের উদ্বোধন করা হয়।
ঢালাই কাজের উদ্বোধন করেন শ্রমিক নেতা কাউসার আহম্মেদ পলাশ। এসময় কুতুবপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড মেম্বার জাহাঙ্গীর আলম,হাজী হালিম খান, হাজী আরিফুল ইসলাম,রমজান হোসেন, ফরিদ আহাম্মেদ প্রমূখ উপস্থিথ ছিলেন।
সড়কের ঢালাইকাজের উদ্বোধনের পূর্বে পলাশ বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে আধুনিকায়নের লক্ষে কাজ করে যাচ্ছে। পূর্বের যেকোন সরকারের তুলনায় আওয়ামীলীগ সরকারের আমলে উন্নয়ন প্রকল্প ও তা বাস্তবায়নের দৃষ্টান্ত সৃষ্টি হয়েছে।