দাউদপুর ইউনিয়নের কুলিয়াদী ,রঘুরামপুর, বাঘবাড়ি এলাকার নিরীহ কৃষকের জমিতে জোর পূর্বক জমি দখল ও সাইনবোর্ড লাগানোর প্রতিবাদে ভুমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচী ও বিক্ষোভ মিছিল করেছেন। শনিবার দুপুরে রূপগঞ্জের দাউদ হটাৎ মার্কেট রূপগঞ্জ-কালিগঞ্জ সড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বের করে এলাকাবাসী।
মানববন্ধনে বক্তব্যে রাখেন, দাউদপুরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম জাহাঙ্গীর মাষ্টার, দাউপুর ইউনিয়নের ইউপি সদস্য মোঃ বাবুল মিয়া,আনোয়ার হোসেন, সালাউদ্দিন মেম্বার, লিটন প্রধান, আব্দুল হাই, জোসনা বেগম, শুক্কুরী বেগম, হোসনেআরা, নুরজাহান, মাহমুদা বেগম, সামসুন নাহার, নিলুফা বেগম, নজরুর ইসলামব প্রমুখ।
বক্তারা বলেন, পূর্বাচল উপ-শহরে প্যালেস সিটি নামে একটি আবাসন কোম্পানী দাউদপুর ইউনিয়নের কুলিয়াদী, রঘুরামপুর, বাঘবাড়িসহ বিভিন্ন মৌজায় জমি না কিনে জোরপূর্বক সাইনবোর্ড লাগিয়ে দিচ্ছে। এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে এ সাইনবোর্ড উঠিয়ে ফেলে দেয়। এর পর থেকে ভুমি দস্যু অ্যাড.রফিকুল ইসলাম প্যালেস সিটির পক্ষ নিয়ে আরিফুল নামে ব্যাক্তির নামে নিরীহ কৃষকদের জমিতে সাইবোর্ড লাগিয়ে দেয়। এতে ক্ষুব্ধ হয়ে এলকাবাসী মানবন্ধন ও বিক্ষোভ বিছিল করেন।
দিঘুলিয়ার টেক এলাকার ভুমিদস্যুদের হয়রানির শিকার হুমায়ন জানান, তার ৩ বিঘা জমিতে জোর পূর্বক সাইনবোর্ড লাগানো হয়। প্রতিবাদ করায় তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়। এছাড়া নূরজাহান, মাহমুদা, নজরুলসহ শতাধিক কৃষকের জমিতে সাইনবোর্ড লাগানো হয়েছে।