নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বিভিন্ন সাফল্যের মাঝে একটি ব্যর্থতা নগরীর বর্জ্য ব্যবস্থাপনা। তবে এই ব্যর্থতা খুব শিগ্রিই সাফল্যের মুখ দেখতে যাচ্ছে। বর্জ্য ব্যবস্থাপনার স্থায়ি সমাধান দিতে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শুক্রবার (২২ ডিসেম্বর) বিকালে ১৭ নং ওয়ার্ডে অনুষ্ঠিত স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের অংশগ্রহণ নিশ্চিতকরণের লক্ষে উন্মক্ত আলোচনা সভায় একথা জানান সিটি করপোরেশনের এক ইঞ্জিনিয়ার।
তার দাবি, নগরীর বর্জ্য ব্যবস্থাপনার যে সমস্যা রয়েছে, তা সমাধাণে খুব শিগ্রিই ডাম্পিং স্পট গড়ে তোলা হবে। এরই মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯ নং ওয়ার্ডের জালকুড়িতে ২৪ একর জমি অধিগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এছাড়া ময়লা থেকে বিদ্যুৎ উৎপাদনের বিষয় নিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রির সাথে আলোচনা হয়েছে। বর্জ্য টাকায় বিক্রী হবে।