রূপগঞ্জে সেতারা বেগম (৩৭) নামে সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার সাওঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সেতারা বেগম সাওঘাট এলাকার আব্দুর নূর মিয়ার স্ত্রী।
রূপগঞ্জ থানার উপপরিদর্শক আল-আমিন সরকার জানান, গত নয় বছর আগে ফেনসিডিল বিক্রির অভিযোগে রূপগঞ্জ থানায় মামলা হয়। মামলা হওয়ার পর থেকেই সে পলাতক রয়েছে।
১৫ অক্টোবর ২০১৭ সালে নারায়ণগঞ্জ জেলা ১নং বিশেষ ট্রাইবুনাল এক বছরের সশ্রম করাদন্ড প্রদান করেন। বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত পলাতক আসামী সেতারা বেগমকে গ্রেফতার করা হয়। তাকে নারায়ণগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।