রূপগঞ্জে শিশুমেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা শুক্রবার শুরু হয়েছে। এসোসিয়েশনের ১৫টি স্কুলের দুই শতাধিক শিক্ষা বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। উপজেলার স্কলার্স হোম স্কুল এন্ড কলেজে শান্তিপূর্ণভাবে প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সংগঠনের শিক্ষা সচিব মো. সুমন মিয়া জানান, এ সংগঠন থেকে প্রতি বছর প্লে গ্রুপ থেকে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এতে কোমলমতি শিক্ষার্থীদের মেধা বিকাশসহ লেখাপড়ায় মনোযোগ বৃদ্ধি পায়।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, ক্রেস্ট, সনদ বিতরণ করে সংগঠনটি। আগামী ১৫ ডিসেম্বর ইংরেজিসহ পরিবেশ পরিচিতি সমাজ ও প্রাথমিক বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে।
স্কলার্স হোম স্কুল এন্ড কলেজের পরিচালক মো. মামুন মিয়া জানান, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত। শিশুরা ছোট বেলা থেকে বৃত্তি পরীক্ষায় অংশ নেয়ায় তাদের মেধা বিকাশ হয়।