জেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটিতে ডাঃ আবু জাফর চৌধুরী বিরুকে যুগ্ন-সাধারণ সম্পাদক ও এডভোকেট শামসুল ইসলাম ভূইয়াকে কার্যকরী সদস্য নির্বাচিত করায় সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে শুক্রবার শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
উপজেলার উদ্ধভগঞ্জ বটতলা এলাকায় সোনারগাঁ স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক নেকবর হোসেন নাহিদের সভাপতিত্বে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটির যুগ্ন-সাধারণ সম্পাদক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডাঃ আবু জাফর চৌধুরী বিরু ও কার্যকরী সদস্য ও সোনারগাঁ থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট শামসুল ইসলাম ভূইয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এ সময় জেলা কমিটির যুগ্ন-সাধারণ সম্পাদক ডাঃ আবু জাফর চৌধুরী বিরু বলেন, আসছে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ ও জননেত্রী শেখ হাসিনাকে পূণরায় নির্বাচিত করতে সকলকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। বর্তমান আওয়ামীলীগ সরকারের অধীনে ও শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে উন্নয়নের মাধ্যমে এগিয়ে যাচ্ছে, আগামীতেও এই আওয়ামীলীগ সরকারকে নির্বাচিত করতে সকলকে একজোট হয়ে কাজ করতে হবে। জননেত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জ-৩ আসন থেকে যাকে মনোনয়ন দিবেন আমরা তার পক্ষেই কাজ করব।
এসয় সেখানে আরও উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রলীগ নেতা মাহবুব আলম মিলন, মেডিসিন কনসালট্যান্ট ডাঃ জাহাঙ্গীর হোসেন, পিরোজপুর ইউ পি’র যুবলীগ নেতা সালাম ভূঁইয়া, স্বেচ্ছাসেবকলীগ নেতা আবুল হোসাইন, সোহেল শিকদার, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক রাসেল, সাদেক, স¤্রাট, আলাউদ্দিন, গাজী আলমগীর, অমর বিশ্বাস, মিন্টু, শহিদুল্লাহ, নাসির, মিন্টু দাস, দ্বীন ইসলাম প্রমুখ।