প্রধান শিক্ষকদের বেতন স্কেলের এক ধাপ নিচে সহকারী শিক্ষকদের বেতন স্কেল নির্ধারন ও সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে দ্রুত পদোন্নতির দাবিতে বাংলাদেশ সরকারী প্রাথমিক শিক্ষক সমিতি সোনারগাঁ উপজেলা শাখার শিক্ষকরা বুধবার আলোচনা করেছেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর ইসলামের কাছে স্মারক লিপি পেশ করেন।
আলোচনা সভায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সোনারগাঁ শাখার সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রাথমিক শিক্ষক সমিতির সোনারগাঁ শাখার সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক রবিউল আলম, সহ সভাপতি বিআর বিলকিস, সিনিয়র সহ সভাপতি ছলিমুল্লাহ মিয়া প্রমূখ।