সোনারগাঁ উপজেলায় ইউনিক গ্রুপ নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কৃষকদের ফসলী জমি জোরপূর্বকভাবে বালু ভরাট করার অভিযোগ উঠেছে। কৃষকদের ফসলী জমি রক্ষা করার জন্য বুধবার কৃষকরা তাদের নিজস্ব জমিতে সাইনবোর্ড লাগিয়েছেন। এ ঘটনায় যে কোনো মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসীরা।
জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা নদীর তীরবর্তী এলাকায় ইউনিক গ্রুপ ভাটিবন্দর, ছয়হিস্যা, রতনপুর, ভবনাথপুর, জৈনপুর ও কান্দারগাঁওসহ বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার একর কৃষি জমিতে কিছু প্রভাবশালীদের ব্যক্তিদের ম্যানেজ করে কৃষকদের ফসলী জমি ক্রয় না করে জোড়পূর্বক বালু ভরাট করছে। এলাকাবাসী তাদের বাধা দিলেও উচ্চ আদালতের নিষেধাজ্ঞা উপক্ষো করে বালু ভরাট কাজ চালিয়ে যাচ্ছে তারা।
পরে গ্রামবাসীরা উচ্চ আদালতে কৃষকদের জমিতে বালু ভরাটের নিষেধাজ্ঞা চেয়ে উচ্চ আদালতে রিট করেন। এর পেক্ষিতে ১০ জানুয়ারী ২০১৬ সালে জেলা পরিষদ থেকে বালু ভরাট বন্ধ করার জন্য উপজেলা প্রশাসন ও কোম্পানীটিকে বালু ভরাট বন্ধের জন্য নোর্টিশ প্রদান করে। উপজেলা প্রশাসন বালু ভরাট বন্ধ করে দেয়।
কিন্তÍু আদালতের রায়কে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এবছর গত কয়েকদিন ধরে আবারো স্থানীয় চেয়ারম্যানের নেতৃত্বে বালু ভরাট চলছে। কৃষকরা তাদের জমি রক্ষা করতে গতকাল তাদের জমিতে মালিকানা সাইন বোড টানিয়ি দিয়েছেন।
এব্যাপারে জমির মালিক জাকির হোসেন জানান, কোম্পানির ক্রয়কৃত জমিতে বালু ভরাট করায় আমাদের কোন আপত্তি নাই। কিন্তÍু আমাদের মালিকানা ফসলী জমিতে যাতে জোর পুর্বক বাল ভরাট না করে, সেজন্য প্রশাসনে নির্দেশে আমরা আমাদের জমিতে সাইন বোড টানিয়েছি।
সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বিএম রুহুল আমিন বলেন, জোরপূর্বকভাবে কৃষকদের ফসলী জমির বালু ভরাট করার চেষ্টা করলে ওই কোম্পানীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।