সোনারগাঁ উপজেলার বাড়ি মজলিশ এলাকায় অভিযান চালিয়ে ১৫০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার আদালতে প্রেরন করে পুলিশ।
এর আগে উপজেলার বাড়ি মজলিশ এলাকায় বুধবার এসআই তানভীরের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ওই ফেন্সিডিলসহ তাকে আটক করে। গ্রেফতারকৃত আনোয়ার হোসেন উপজেলার সনমান্দী ইউনিয়নের পশ্চিম সনমান্দী গ্রামের ফজলুল হকের ছেলে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম এর সত্যতা নিশ্চিত করছেন।