মো. জিয়াউর রহমান: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৫২ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার কাজল চন্দ্র পালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. দেলোয়ার হোসেন।
উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী অত্যন্ত সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত করতে হবে। প্রতিযোগিতার সভাপতি হিসেবে অনুষ্ঠানটি জাঁকজমকপূর্ণ ও সফল করতে আমার পক্ষ থেকে যা করণীয় আমি সর্বোচ্চটা করবো। তিনি উপস্থিত প্রতিষ্ঠান প্রধান ও ক্রীড়া শিক্ষকদের বিগত সময়ের মতো সর্বোচ্চ সংখ্যক প্রতিযোগীদের উপস্থিতিতে সুন্দরভাবে খেলা পরিচালনা করার নির্দেশনা প্রদান করেন।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. দেলোয়ার হোসেন বলেন, সভাপতি মহোদয়ের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আমরা ৫২ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছি। এবিষয়ে উপজেলার সকল প্রতিষ্ঠান কে অবহিত করা হয়েছে। সে অনুযায়ী প্রতিষ্ঠানগুলো বিদ্যালয় পর্যায়ে প্রস্তুতি সম্পন্ন করে উপজেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।
এসময় উপজেলা সকল স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ক্রীড়া শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
প্রতিনিধির নাম 















