নারায়ণগঞ্জ ০৯:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি প্রবাসী দালাল ইব্রাহিমের বিচারের দাবিতে সাংবাদিক সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি সিদ্ধিরগঞ্জে মিতালী মার্কেটে চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল দেশ রূপান্তরের নতুন সম্পাদক কামাল উদ্দিন সবুজ রিয়াদে এনটিভি দর্শক ফোরামের উদ্যোগে জমকালো আয়োজনে ৫৪তম বিজয় দিবস উদযাপন যুবকদের আগামীতে এইদেশ পরিচালনার দায়িত্ব নিতে হবে – মাজেদুল ইসলাম সৌদিতে প্রবাসী আড়াইহাজার উপজেলা বিএনপির নতুন কমিটি গঠন ও আলোচনা সভা সিদ্ধিরগঞ্জে সানারপাড় সরকারি প্রাথমিক স্কুলের ৫৫ বছর পুর্তি উপলক্ষে প্রস্তুতি সভা সোনারগাঁওয়ে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রেস ক্লাবের শুভ উদ্বোধন কালাপাহাড়িয়ায় আইনশৃঙ্খলা বিষয়ে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

রূপগঞ্জ স্পিনিং মিলে আগুন : ব্যাপক ক্ষয়ক্ষতি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩
  • ১৫৭ বার পড়া হয়েছে

রূপগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে নান্নু স্পিনিং মিল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে মিলে থাকা তুলা-সুতাসহ মেশিনারিজ পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১টা ১৫ মিনিটে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন ডহরগাও (কাতরারচক) এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।

শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন ডহরগাও (কাতরারচক) এলাকায় অবস্থিত নান্নু স্পিনিং মিল লিমিটেড নামক তুলা থেকে সুতা তৈরি কারখানায় প্রায় এক হাজার শ্রমিক কর্মচারী কাজ করেন। প্রতিদিনের ন্যায় মঙ্গলবারও শ্রমিকরা কারখানায় কাজ করছিলেন।

দুপুরে কারখানার তুলা ফেটার সেকশনে মেশিন থেকে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়। এ সময় মেশিন থেকে আগুন জ্বলে ওঠে। একপর্যায়ে কারখানায় থাকা শ্রমিকরা আগুন আগুন বলে চিৎকার করে কারখানার ভেতর থেকে বাইরে বের হতে শুরু করেন। ততক্ষণে আগুনের লেলিহান শিখা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। পরে কারখানায় থাকা অগ্নি নির্বাপক যন্ত্রের সাহায্যে শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা চালালেও আগুনের লেলিহান শিখা বাড়তেই থাকে। খবর পেয়ে ডেমড়া, কাঞ্চন, নারায়ণগঞ্জ, আড়াইহাজার ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালায়। বিকেল তিনটা ৪৭ মিনিটের দিকে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে কারখানায় থাকা তুলা-সুতা ও মেশিনারিজসহ মালপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে সময় মত শ্রমিকরা কারখানা ত্যাগ করায় হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে সাওঘাট-আড়াইহাজার সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকরা ছোটাছুটি করে সড়কে অবস্থান করায় এ অবস্থার সৃষ্টি হয়। এতে করে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন পথচারীসহ যাত্রী সাধারণ।

কারখানার শ্রমিক ইব্রাহিম, ইয়াছমিন, আবু তাহেরসহ আরো অনেকে বলেন, আমরা দ্রুত কারখানা থেকে না বের হলে হতাহতের ঘটনা ঘটতো। আল্লাহর অশেষ রহমতে আমরা বেঁচে গেছি।

এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মোস্তাফিজুর রহমান জানান, নান্নু স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাশাপাশি কারখানার নিরাপত্তায় পুলিশ কাজ করেছে। তবে সময় মত আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে আশপাশের মিলকারখানায় আগুন ছড়িয়ে আরো ভয়াবহ ঘটনা ঘটতো।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান শিকদার বলেন, নান্নু স্পিনিং মিলের আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করেছে। আড়াই ঘন্টা চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে, কি পরিমাণ বা কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা এখন বলা যাচ্ছে না। তদন্ত করে আগুনের সূত্রপাতও বলা যাবে।

নান্নু স্পিনিং মিল লিমিটেডের পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, কারখানার ভবনসহ সুতা তুলা মেশিনারিজসহ সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। হিসাব করে ক্ষয়ক্ষতি পরিমাণ বলা যাবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সৌদি প্রবাসী দালাল ইব্রাহিমের বিচারের দাবিতে সাংবাদিক সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি

রূপগঞ্জ স্পিনিং মিলে আগুন : ব্যাপক ক্ষয়ক্ষতি

আপডেট সময় : ১১:০৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩

রূপগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে নান্নু স্পিনিং মিল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে মিলে থাকা তুলা-সুতাসহ মেশিনারিজ পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১টা ১৫ মিনিটে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন ডহরগাও (কাতরারচক) এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।

শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন ডহরগাও (কাতরারচক) এলাকায় অবস্থিত নান্নু স্পিনিং মিল লিমিটেড নামক তুলা থেকে সুতা তৈরি কারখানায় প্রায় এক হাজার শ্রমিক কর্মচারী কাজ করেন। প্রতিদিনের ন্যায় মঙ্গলবারও শ্রমিকরা কারখানায় কাজ করছিলেন।

দুপুরে কারখানার তুলা ফেটার সেকশনে মেশিন থেকে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়। এ সময় মেশিন থেকে আগুন জ্বলে ওঠে। একপর্যায়ে কারখানায় থাকা শ্রমিকরা আগুন আগুন বলে চিৎকার করে কারখানার ভেতর থেকে বাইরে বের হতে শুরু করেন। ততক্ষণে আগুনের লেলিহান শিখা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। পরে কারখানায় থাকা অগ্নি নির্বাপক যন্ত্রের সাহায্যে শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা চালালেও আগুনের লেলিহান শিখা বাড়তেই থাকে। খবর পেয়ে ডেমড়া, কাঞ্চন, নারায়ণগঞ্জ, আড়াইহাজার ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালায়। বিকেল তিনটা ৪৭ মিনিটের দিকে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে কারখানায় থাকা তুলা-সুতা ও মেশিনারিজসহ মালপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে সময় মত শ্রমিকরা কারখানা ত্যাগ করায় হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে সাওঘাট-আড়াইহাজার সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকরা ছোটাছুটি করে সড়কে অবস্থান করায় এ অবস্থার সৃষ্টি হয়। এতে করে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন পথচারীসহ যাত্রী সাধারণ।

কারখানার শ্রমিক ইব্রাহিম, ইয়াছমিন, আবু তাহেরসহ আরো অনেকে বলেন, আমরা দ্রুত কারখানা থেকে না বের হলে হতাহতের ঘটনা ঘটতো। আল্লাহর অশেষ রহমতে আমরা বেঁচে গেছি।

এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মোস্তাফিজুর রহমান জানান, নান্নু স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাশাপাশি কারখানার নিরাপত্তায় পুলিশ কাজ করেছে। তবে সময় মত আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে আশপাশের মিলকারখানায় আগুন ছড়িয়ে আরো ভয়াবহ ঘটনা ঘটতো।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান শিকদার বলেন, নান্নু স্পিনিং মিলের আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করেছে। আড়াই ঘন্টা চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে, কি পরিমাণ বা কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা এখন বলা যাচ্ছে না। তদন্ত করে আগুনের সূত্রপাতও বলা যাবে।

নান্নু স্পিনিং মিল লিমিটেডের পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, কারখানার ভবনসহ সুতা তুলা মেশিনারিজসহ সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। হিসাব করে ক্ষয়ক্ষতি পরিমাণ বলা যাবে।