অনলাইন ডেস্ক : শব্দ দূষণ বন্ধে আগামী দুই মাসের মধ্যে হাইড্রোলিক হর্ন বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।
মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে সচিবালয়ে ২৭তম বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-২৭) বাংলাদেশের প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
তিনি বলেন, জানুয়ারির মধ্যে হাইড্রোলিক হর্নের ব্যবহার বন্ধের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
ঢাকার বায়ু দূষণের বিষয়ে এক প্রশ্নের জবাবে শাহাব উদ্দিন বলেন, দূষণ রোধে ব্যক্তি ও সাংগঠনিক উভয় ধরনের সচেতনতা প্রয়োজন।
এছাড়াও শব্দ দূষণের সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদের সচেতন করতে বিভিন্ন উদ্যাগের কথাও জানান মন্ত্রী।