বন্দর প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ বন্দর কলাগাছিয়া থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক অটোরিক্সা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।গতকাল শনিবার (১অক্টোবর) বন্দরের কলাগাছিয়ার নরপদী এলাকার স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশটি উদ্ধার করেছে ।ধারণা করা হচ্ছে, অন্যতত্র হত্যার পর লাশটি সেখানে ফেলে গেছে কেউ।
নিহত ওই অটোচালকের নাম কায়েস (১৫) ।নবীগঞ্জ উত্তরপাড়া উজ্জল মিয়ার ভাড়াটিয়া কাসেমর ছেলে । হাত ও পা পিছমোড়া করে বাঁধা অবস্থায় ধনিচা (জ্বালানি হিসাবে ব্যবহৃত পাটগাছের মতো) চাষের জমিতে যুবকের লাশ দেখতে পান স্থানীয়রা।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যার ঘটনাটি প্রায় ৫-৭ দিন পূর্বের। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্ত জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং অপরাধীদেও গ্রেপ্তারের চেষ্টা চলছে ।