ফতুল্লা প্রতিনিধি : শেরপুর জেলা থেকে চাকরির উদ্দেশ্যে মুন্সিগঞ্জ যাওয়ার পথে রোববার (১৪ আগস্ট) ভোরে পঞ্চবটী মেথরখোলা এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠিয়েছে। নিহত সাইফুল ইসলাম (২৬) শেরপুর জেলার সদর এলাকার মোতালেব হোসেনের ছেলে।
ফতুল্লা মডেল থানার (তদন্ত) ওসি মো. মহসিন জানান, শেরপুর জেলা থেকে চাকরির উদ্দেশ্যে মুন্সিগঞ্জ যাওয়ার পথে ফতুল্লার পঞ্চবটী মেথরখোলা এলাকায় গাড়ির জন্য অপেক্ষায় ছিলেন সাইফুল ইসলাম। এসময় কে বা কারা তাকে ছুরিকাঘাত করে হত্যা করে রাস্তার পাশে ফেলে চলে যায়। সাইফুলের বাম হাতে ও পায়ে ছুরিকাঘাত করা হয়েছে। এতে ধারনা করা হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরনে তার মৃত্যু হয়েছে। দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
প্রাথমিকভাবে হত্যার কারণ ও দোষীদের সনাক্ত করা যায়নি। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।