নিজস্ব সংবাদদাতা : ফতুল্লা মডেল থানাধীন এলাকায় গত জানুয়ারীর ৩১ দিনে বিভিন্ন অপরাধে থানায় মোট ৫৬টি মামলা রুজু হয়েছে। অপমৃত্যূ মামলা রুজু হয়েছে ৮টি। থানার আইন শৃঙ্খলা আগের তুলনায় ভালো এমনটাই দাবী করছে ফতুল্লা মডেল থানা পুলিশ ।
পুলিশ সুত্রে জানাযায়, ইংরেজি ২০২২ সালের নতুন বছরের ১ম মাস জানুয়ারীর ৩১ দিনে ফতুল্লা মডেল থানায় বিভিন্ন অপরাধে ৫৬টি মামলা রুজু হয়েছে। মামলার পরিসংখ্যানে হত্যা (খুন) মামলা ৩টি, চুরি ৩টি মামলা, ধর্ষণ মামলা ২টি, নারী নির্যাতন যৌতুকসহ ৯টি মামলা, পুলিশ আক্রান্ত মামলা ১টি, আদারসেকশন (মারামারি) মামলা ২৫ টি, মাদক মামলা ১৩টি। মাদকের ১৩টি মামলার মধ্যে র্যাব -১১ এর মামলা ১টি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কতৃর্ক ৯টি মামলা, জেলা গোয়েন্দা (ডিবি) মামলা ২টি এবং শুধু মাত্র ফতুল্লা মডেল থানা পুলিশের মাদকের ২টি মামলা রুজু হয়েছে। ফতুল্লা মডেল থানা পুলিশ গত জানুয়ারীর ৩১দিনে জিআর ওয়ারেন্ট তামিল করেছে ৩৬ টি, সিআর ওয়ারেন্ট তামিল করেছেন ৪৪টি এবং সাজা প্্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার করেছেন ৩টি। ফতুল্লা মডেল থানায় অপমৃত্যূ মামলা রুজু হয়েছে ৮টি।
ফতুল্লা মডেল থানার আইন শৃঙ্খলা আগের তুলনায় অনেকটা ঝিমিয়ে পড়েছে বলে দাবী করছেন এলাকাবাসী। মাদক উদ্ধারেও তেমন কোন সাফাল্য আনতে পারেনি এই জানুয়ারী মাসের ৩১দিনে ,এমনটাই বলছেন ফতুল্লাবাসী। পুলিশের দাবী থানার আইন শৃঙ্খলা যথেষ্ট ভালই আছে।
###########################