শহর প্রতিনিধি ঃ আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতিকে মনোনীত হওয়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতীত্বে ফুলের দিয়ে শ্রদ্ধা এবং শহরে এক বিশাল বিজয় র্যালী করেছে মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভি ও তার সমর্থকরা।
গতকাল (৪ ডিসেম্বর) শনিবার বিকালে জেলার আওয়ামী লীগ কার্যালয়ের বঙ্গবন্ধুর প্রতিকৃতত্বে ফুলের দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মেয়র আইভি।
এসময় মেয়র আইভি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমি প্রথমে ধন্যবাদ জানাই বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তিনি নারায়ণগঞ্জের মানুষের উপর আস্থা রেখে আমাকে দলীয় প্রতীক নৌকা প্রদান করেছেন। নারায়ণগঞ্জের মানুষ কখনো সিদ্ধান্ত নিতে ভুল করেনা। আমি সবসময় চেষ্টা করেছি জনগণের পাশে থেকে তাদের সেবা করতে। আগামীতেও এ উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ কার্যনির্বাহী পরিষদের সদস্য এড. আনিছুর রহমান দিপু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মহানগর যুব লীগের সাধারণ সম্পাদক আলী আহাম্মদ রেজা উজ্জল, আব্দুল কাদির, সাগর আহমেদ সহ ছাত্রলীগ, কৃষক লীগ, মৎসজীবী লীগের নেতৃবৃন্দ সহ আরো অনেকে।
বক্তব্য শেষে একটি বিশাল র্যালী দলীয় কার্যালয় থেকে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পূণরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
সংবাদ শিরোনাম ::
নৌকা প্রতিকে পেয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতীত্বে ফুলের দিয়ে শ্রদ্ধা আইভির
- প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:৪৮:৪১ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১
- ১৯০ বার পড়া হয়েছে
ট্যাগস :