স্টাফ রিপোর্টার : রাজধানীর যাত্রাবাড়ী থানার মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে ২৯ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব-১০। এসময় আটক করা হয়েছে ২ মাদক ব্যবসায়ীকে। উদ্ধারকৃত গাঁজার মূল্য প্রায় ৮ লাখ ৭০ হাজার টাকা। শনিবার ( ৯ অক্টোবর) সকালে র্যাব এঅভিযান চালায়।
আটকরা হলো- মোঃ সেলিম (৪৫) ও মোঃ সাইফুল ইসলাম (৩০)। তাদের নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি পিকআপ ভ্যান, ২টি মোবাইল ফোন ও নগদ ৪২০ টাকা জব্দ করা হয়েছে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটকরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।