স্টাফ রিপোর্টারঃ- বন্দরে কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের দুই বারের নির্বাচিত চেয়ারম্যান ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী মোঃ দেলোয়ার হোসেন প্রধানের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেছেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী
তরুণ সমাজ সেবক ও সাংবাদিক রাশেদুল হাসান অভি।
বৃহস্পতিবার (০৭ অক্টোবর) বিকালে কলাগাছিয়া ইউনিয়ন পরিষদে মেম্বার প্রার্থী তরুণ সমাজ সেবক ও সাংবাদিক রাশেদুল হাসান অভি’র পক্ষে কলাগাছিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা থেকে প্রায় শতাধিক ওয়ার্ডবাসী
স্লোগানে স্লোগানে উপস্থিত হয়ে এবারের নির্বাচনে সমর্থন করে শেষ পর্যন্ত পাশে থেকে জয়যুক্ত করার অঙ্গিকার ব্যাক্ত করেন।
জানা যায়, ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের অংশ হিসাবে বন্দরে কলাগাছিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের জীবন মান উন্নয়ন ও গড়ার প্রত্যয় নিয়ে আসন্ন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার প্রার্থী হিসাবে ৫ নং ওয়ার্ড বাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন, ইউনিয়নের কৃতি সন্তান তরুণ সমাজ সেবক ও সাংবাদিক রাশেদুল হাসান অভি।
এ সময় রাশেদুল হাসান অভি জানান, কলাগাছিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সকল জনগণের সুখে দুঃখে তাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতে ও থাকবো ইনশাআল্লাহ্।
কলাগাছিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডকে আমি নতুন করে ঝকঝকে ডিজিটাল পরিচ্ছন্ন ওয়ার্ড হিসাবে গড়তে চাই।