স্টাফ রিপোর্টার :ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানা এলাকা থেকে ১৯ হাজার ২৭৫ পিস ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ীকের আটক করেছে র্যাব-১০। পলাশপুর এলাকার ঢাকা-মাওয়া হাইওয়ে রোড, ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা বেদে সেজে অভিনব কায়দায় ইয়াবা পাচার করছিল।
আটকরা হলো- মোঃ আকাশ (২৪), মোঃ সবুজ মাল (৩৪),মোঃ কালামানিক(৩১),মোঃ সাইফুল ইসলাম (৪৬),মোঃ হেদায়েতুল্লাহ (২৮) ও মোঃ সবুজ (২৫)। তাদের নিকট থেকে ৫টি মোবাইল ফোন ও নগদ- ৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, বেদে ছদ্মবেশধারী একটি মাদক ব্যবসায়ী ইয়াবা পাচার করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তল্লাশী করে তাদের কাছে থাকা রান্না করার টিনের চুলার ভিতরের নিচের অংশ কেটে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। তারা কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত আসার েেত্র মহাসড়ক ব্যবহার না করে বিকল্প হিসেব গ্রামের ভেতরের রাস্তা দিয়ে বিভিন্ন ইজিবাইক, সিএনজি ও টেম্পো ব্যবহার করে পথ পাড়ি দিত। দ্বিতীয় ধাপে তারা সেখান থেকে ইঞ্জিনচালিত নৌকায় মুন্সিগঞ্জ হয়ে বুড়িগঙ্গা নদী দিয়ে ঢাকায় প্রবেশ করত। মানুষের সন্দেহ দূর করার জন্য তারা পথের মাঝে বিভিন্ন মনিহারি দ্রব্য যেমন- চুড়ি, চুল বাঁধার ফিতা, শিশুদের কোমরের ঘণ্টা, চেইন, সেফটিপিন ও বাতের ব্যথা দূর করার রাবার রিং ইত্যাদি বিক্রি করত। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
সংবাদ শিরোনাম ::
বেদে ছদ্মবেশধারী ৬ ইয়াবা পাচারকারী আটক
- প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৩৫:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১
- ১৭৯ বার পড়া হয়েছে
ট্যাগস :