স্টাফ রিপোর্টার : রাজধানী ঢাকার কোতয়ালী থানার ১২/১ হায়বৎ নগর, দেওয়ান সাহেব লেন, বাবুবাজার এলাকায় অভিযান চালিয়ে বিক্রয় নিষিদ্ধ বিদেশী ঔষধসহ কালোবাজারী চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।গত (৩ অক্টোবর) বেলা ৪ টায় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলো- মোস্তাকিন আহম্দে (৪১) ও তাপস কুমার সরকার (৫৪)। তাদের কাছ থেকে ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ওষুধের আনুমানিক দাম ৫ লাখ টাকা।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার ঔষধ কালোবাজারী চক্রের সদস্য। তারা বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন বিদেশী কোম্পানির ঔষধ অবৈধভাবে কালোবাজারী ও চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে কোতয়ালীসহ ঢাকা শহরের বিভিন্ন মেডিসিন মার্কেট ও ঔষধের দোকানে সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
সংবাদ শিরোনাম ::
রাজধানীতে ওষুধ কালোবাজারি চক্রের ২ সদস্য গ্রেপ্তার
- প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:২৩:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১
- ১৬১ বার পড়া হয়েছে
ট্যাগস :