স্টাফ রিপোর্টার : ঢাকার দণি কেরাণীগঞ্জ থানার রাজেন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে ৩১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে র্যাব-১০। এসময় আটক করা হয়েছে ২ মাদক পাচারকারীরে। একটি এ্যাম্বুলেন্সে রোগীর সিটের ফোম কাভারের ভিতরে করে গাঁজা পাচারকালে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে র্যাব তাদের আটক করে।
আটকরা হলো- মোঃ হাবিবুর রহমান লিটন (৪৩) ও মোঃ জাহাঙ্গীর আলম (৩৩)। এসময় তাদের নিকট থেকে ২টি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৩১০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আটকরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দণি কেরাণীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল । তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।